গুগল ‘অ্যাডসেন্স’ এখন বাংলা ভাষায় - Technology

Breaking

Wednesday, September 27, 2017

গুগল ‘অ্যাডসেন্স’ এখন বাংলা ভাষায়

দীর্ঘ প্রতিক্ষার পর বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল ‘অ্যাডসেন্স’ চালু করার ঘোষণা দিয়েছে। গত ২৬ তারিখ মঙ্গলবার গুগলের ব্লগপোস্টে এ তথ্য জানিযেছে প্রতিষ্ঠানটি। যদিও এখনো গুগল অ্যাডসেন্স এর ভাষা সমর্থনকারী তালিকায় ‘বাংলা ভাষা’ নামটি সংযুক্ত হয়নি। উক্ত ব্লগপোস্টে গুগল উল্লেখ করেছে- বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কিছু বিবেচনা করেই গুগল বাংলায় অ্যাডসেন্স সেবা চালু করার উদ্যেগ নিয়েছে।

গুগল অ্যাডসেন্স মূলত অনলাইন অ্যাডভার্টাইজিং এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্ক । ওয়েবসাইট, ইউটিউব কিংবা বিভিন্ন অনলাইন পোর্টালে প্রদর্শিত বিজ্ঞাপণের সিংহভাগই অ্যাডসেন্স এর দখলে। গুগল মূলত এই অ্যাডসেন্স সার্ভিসের মাধ্যমে বিভিন্ন অনলাইন পোর্টালগুলোকে বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দিয়ে থাকে। এক্ষেত্রে অ্যাডসেন্স এক ধরনের অ্যাড এজেন্সী হিসেবে কাজ করে যেখানে সাইটে প্রদর্শিত অ্যাড এর রেভিনিউ শেয়ার করে মাত্র।
 
এতদিন এই অ্যাডসেন্স শুধু নির্দিষ্ট কিছু ভাষার জন্য নির্ধারিত ছিল যেখানে ছিল না বাংলা ভাষার নাম। এ কারণে বাংলা ওয়েবসাইটগুলো সরাসরি অ্যাডসেন্স ব্যবহার করা যেত না।   

বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে, যা ক্রমবর্ধমান হারে তুমুল গতিতে বাড়ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

গুগলের ঘোষণা অনুযায়ী বাংলা ভাষার ওয়েবসাইটের জন্য এডসেন্স সেবাটি সব ধরনের বাংলা সাইট কর্তৃপক্ষদের জন্য একটি বড় সুসংবাদ হবে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here