যে স্মার্টফোন শুধু গেম খেলার জন্য - Technology

Breaking

Sunday, July 30, 2017

যে স্মার্টফোন শুধু গেম খেলার জন্য

স্মার্টফোনে টুকটাক গেম খেলেন এমন অনেকেই আছেন। কিন্তু যাঁরা গেমভক্ত, হার্ডকোর গেমার বা পেশাদার গেমার তাঁদের জন্য চাই শক্তিশালী যন্ত্র। স্মার্টফোনকে এবার তাঁদের উপযোগী করে তোলার কথা ভাবছে গেমিং পণ্য নির্মাতা রেজার।
রেজারের গেমিং ল্যাপটপরে কথা তো সবারই জানা। এবারে গেমারদের জন্য নতুন একটি স্মার্টফোন তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।
ইতিমধ্যে গেমিং যন্ত্রাংশ ও ল্যাপটপ তৈরি করে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ বছর স্মার্টফোনের বাজারে নামতে স্মার্টফোন নির্মাতা নেক্সটবিটকে অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। শুরুতেই শক্তিশালী গেমিং স্মার্টফোন এনে চমক দিতে চাইছে প্রতিষ্ঠানটি।
রেজার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্ডকোর গেমারদের জন্য মোবাইল যন্ত্র তৈরি করছে প্রতিষ্ঠানটি।
রেজারের আগে কয়েকটি প্রতিষ্ঠান গেমভিত্তিক মোবাইল ফোন তৈরির চেষ্টা করেছিল। এর মধ্যে নকিয়ার এন-গেজ, সনির এক্সপেরিয়া প্লের মতো স্মার্টফোন রয়েছে।
নতুন স্মার্টফোনটির নাম, দাম ও যন্ত্রাংশ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here