ফোনের জন্য বিশ্বের প্রথম এক টেরাবাইট স্টোরেজ চিপ বানানোর ঘোষণা দিয়েছে স্যামসাং। ইতোমধ্যেই বড় পরিসরে চিপটির উৎপাদন কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। - Technology

Breaking

Saturday, February 2, 2019

ফোনের জন্য বিশ্বের প্রথম এক টেরাবাইট স্টোরেজ চিপ বানানোর ঘোষণা দিয়েছে স্যামসাং। ইতোমধ্যেই বড় পরিসরে চিপটির উৎপাদন কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ফোনের জন্য বিশ্বের প্রথম এক টেরাবাইট স্টোরেজ চিপ বানানোর ঘোষণা দিয়েছে স্যামসাং। ইতোমধ্যেই বড় পরিসরে চিপটির উৎপাদন কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এর মাধ্যমে একটি মাত্র ফ্ল্যাশ মেমোরি চিপে এক টেরাবাইট স্টোরেজ পাবেন গ্রাহক-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির মেমোরি বিভাগের মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট চিওল চই এক বিবৃতিতে বলেন, “পরবর্তী প্রজন্মের মোবাইল ডিভাইসে নোটবুকের মতো অনুভুতি দিতে এক টেরাবাইট ইইউএফএস (এম্বেডেড ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন চিপটির আকার হবে স্যামসাংয়ের আগের ৫১২ গিগাবাইট স্টোরেজ চিপের সমান। সেকেন্ডে এক হাজার মেগাবাইট ডেটা রিড করতে পারবে চিপটি, যা সাধারণ মাইক্রোএসডি কার্ডের ১০ গুণ।

আগের বছর গ্যালাক্সি নোট ৯-কে এক টেরাবাইট স্টোরেজ সমর্থনকারী ডিভাইস হিসেবে প্রচারণা চালিয়েছে স্যামসাং। কিন্তু তা কেবল তখনই সম্ভব যখন আপনি ৫১২ গিগাবাইট মডেলে একটি ৫১২ মেগাবাইট মাইক্রোএসডি কার্ড যোগ করবেন। এবার ফোনের বিল্ট-ইন স্টোরেজই এক টেরাবাইট করতে পারে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০-এ ১২ গিগাবাইট র‍্যাম ও এক টেরাবাইট স্টোরেজ থাকবে বলে ইতোমধ্যেই গুঞ্জন শোনা গেছে।

  Sourceঃ ©Bdnews24.com

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here