জয় ভালোবাসার জয় - Technology

Breaking

Sunday, November 5, 2017

জয় ভালোবাসার জয়

একটি ছেলে আর মেয়ে মটর বাইকে
যাচ্ছে,😘
মটর বাইকের স্পিড প্রায় 100 Mph
মেয়ে : জান আস্তে চালাও, ভয়
লাগছে কিন্তু
কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও।
ছেলে : তাহলে I Love You বলো।
মেয়ে : I Hate You,
ছেলে : হয় নাই, বল I Love You
মেয়ে : আচ্ছা I Love You…
এবার স্পিডটা কমাও।
ছেলে : এবার আমাকে জড়িয়ে ধর…
মেয়ে : পারবো না,
ছেলে : তাহলে স্পিডও কমাবো না।
মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং
বলল
"আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও"।
ছেলে : হেলমেটটা খুব বিরক্ত করছে
হেলমেটটা
খোল তো। মেয়েটা ছেলেটার
হেলমেট খোলে
হাতে ধরে রাখল।
ছেলে : ওটা ধরে রেখেছ কেন? ওটা
পড়।
মেয়ে হেলমেটটা পড়ল এবং একটু পর
তাদের
Accident (দুর্ঘটনা) হল।😭
মেয়েটা অজ্ঞান হয়ে পড়ল।
তারপর যখন মেয়েটার জ্ঞান ফিরল তখন
জানতে পারল ছেলেটা মারা গেছে
এবং তাদের এই
দুর্ঘটনার কারন, বাইকের ব্রেক ফেইল
হয়েছিল।
তখন মেয়েটা বুঝতে পারল, ছেলেটা
অনেক আগেই
বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক
ফেইল হয়েছে।
তাই নিজের হেলমেটটা তাকে
পড়িয়ে নিজের জীবনের
বিনিময়ে তার জীবন বাঁচিয়েছে.....
কেমন লাগলো জানাতে ভুলবেন না

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here