দেখুন কিভাবে আপনার স্মার্টফোনকেই বানিয়ে ফেলবেন ডিএসএলআর ক্যামেরা। - Technology

Breaking

Friday, July 28, 2017

দেখুন কিভাবে আপনার স্মার্টফোনকেই বানিয়ে ফেলবেন ডিএসএলআর ক্যামেরা।

এখন ছবি তুলতে গেলে বড় বড় ডিএসএলআর ক্যামেরা বয়ে বেড়াতে হবে না। পকেটের হাল্কা পাতলা ফোনটায় হয়ে যাবে দারুন ক্যামেরা। ভাবছেন কি করে সম্ভব?
আরে এখনকার সব ফোনেই মিলছে ডিএসএলআর ক্যামেরার বেশ কিছু ফিচার। অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনটিকে অনন্য এক ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য কয়েকটি অ্যাপের খোঁজ জানানো হলো।

যে কোনও এসএলআর ক্যামেরায় যে ফিচার্স থাকে, তার প্রায় প্রতিটাই রয়েছে এই অ্যাপে। স্মার্টফোনের স্ক্রিনে আঙুলের আলতো ছোঁয়াতেই আপনি অনায়াসে বদলে ফেলতে পারবেন হ্যালিডের সেটিংস। তারপর ইচ্ছেমতো ছবি ক্লিক করুন।
এই অ্যাপের সেটিংস এতটাই উন্নত, যে অনেক অ্যাপ বিশেষজ্ঞ রসিকতা করে বলেন, স্মার্টফোনে হ্যালিড অ্যাপটা ইনস্টলড থাকা আর এসএলআর ক্যামেরা সঙ্গে রাখা, দু’টো প্রায় একই’। অন্যান্য ফোটোগ্রাফি অ্যাপের ক্ষেত্রে অনেক সময়ই ফোকাস করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কিন্তু হ্যালিডে ম্যানুয়াল ফোকাস সিস্টেম থাকায় সহজেই আপনি ফ্রেম সেট করে নিতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here