দেশের বাজারে শক্তিশালী গেমিং ল্যাপটপ - Technology

Breaking

Sunday, July 30, 2017

দেশের বাজারে শক্তিশালী গেমিং ল্যাপটপ

গেম খেলার উপযোগী আসুসের শক্তিশালী ল্যাপটপ কম্পিউটার আরওজি জিএক্স ৮০০ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। গতকাল মঙ্গলবার রাজধানীর গ্লোবাল ব্র্যান্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ল্যাপটপ দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।


রিপাবলিক অব গেমার সিরিজের এই নোটবুক কম্পিউটারে রয়েছে ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিকস কার্ড, কোর আই-৭ প্রসেসর এবং ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম। এতে আরও আছে ১.৫ টেরাবাইট ধারণক্ষমতার এসএসডি। লিকুইড হাইড্রো কুলিং ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এতে। ফোরকে ইউএইচডি গেমিং সমর্থিত এই ল্যাপটপের পর্দা ১৮.৪ ইঞ্চি। এর দাম রাখা হচ্ছে ৬ লাখ ৩০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে এই ল্যাপটপের বিস্তারিত তুলে ধরেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here